উপজেলা পটভূমি
সিরাজগঞ্জের
তাড়াশের জমিদার বনওয়ারীলাল রায় তাড়াশ থেকে পাবনা যেতেন ফরিদপুর চিকনাই নদী
হয়ে। বনওয়ারীলাল রায়ের পুর্ব পুরুষ ছিলেন ‘‘ চৌধুরী রায়বাহাদুর’’ তাড়াশ এর
জমিদার বাসুদেব তালুকদার। তিনি ঢাকার ইসলাম খার চাকুরী করতেন। নবাব তার
কাজে সন্তষ্ট হয়ে ‘‘ চৌধুরী তাড়াশ’’ নামক সম্পত্তি তাকে জায়গীর হিসেবে দান
করে ‘‘ রায় চৌধুরী’’ উপাধি দেন। এর ২০০ মৌজা নিয়েই ‘‘ চৌধুরী তাড়াশ’’
জমিদারী সৃষ্টি হয়। ফরিদপুর থানার বর্তমান বনওয়ারীনগর এলাকা গভীর বন জঙ্গলে
পরিপূর্ণ ছিল। জনশ্রুতি রয়েছে এই জঙ্গলে তিনি ভেক কর্তৃক সর্প ভক্ষণের
দৃশ্য দেখে এই স্থানটি সৌভাগ্যের মনে করে তাড়াশের জমিদার বাড়ীর অনুরূপ
চারদিকে দীঘি খনন করে মাঝখানে সুন্দর বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে তার
নামানুসারে এ স্থানের নাম বনওয়ারীনগর রাখা হয়। পরবর্তীতে তিনি তাড়াশ থেকে
জমিদারীর প্রধান অংশ বনওয়ারীনগর স্থানান্তর করেন। কথিত আছে রাজশাহীর শাহ
মুখদম (রহঃ) এর ভাব শিষ্য শাহ ফরিদ (রহঃ) তাঁর নির্দেশে কুমিরের পিঠে চড়ে
অত্র এলাকায় ইসলাম প্রচারের জন্য আসেন। তাঁর নামানুসারে এ এলাকার নাম রাখা
হয় ফরিদপুর। বর্তমানে তাঁর স্মৃতি বিজরিত মাজারের অংশ বিশেষ এবং শাহ ফরিদ
নামে একটি মসজিদ পারফরিদপুর গ্রামে রয়েছে।
ভৌগলিক অবস্থানঃ উত্তরে ভাংগুড়া ও উল্লাপাড়া, পূর্বে শাহজাদপুর, দক্ষিণে সাঁথিয়া ও আটঘরিয়া, পশ্চিমে চাটমোহর ও ভাংগুড়া উপজেলা অবস্থিত।
ঐতিহাসিক স্থাপনা : ফরিদপুর জেলা উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে উপজেলা পরিষদ মসজিদ, জমিদারের ট্রেজারী, জমিদারের হাওয়া খানা, জমিদারের কাচারী জমিদারের জলসা ঘর, নাট মন্দির, জমিদার বাড়ী ও রাণীর ঘাট, শেখ শাহ ফরিদ (রাঃ) মসজিদ, অন্যতম
ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যানদের নাম, ঠিকানা
নাম
|
পদবী
|
ঠিকানা ও মোবাইল নম্বর
|
এস এম আবু যুবাইর হেলাল
|
চেয়ারম্যান বিএলবাড়ী ইউ.পি
|
সাং- পাঁচ জন্তিহার
উপজেলা-ফরিদপুর,জেলা-পাবনা।
০১৭১৬-৬৯৬৬৪৫
|
এস এম সাখাওয়াত হোসেন
|
চেয়ারম্যান পুংগলী ইউ.পি
|
পিতা-মৃত আজিতুল্লাহ সরকার,গ্রাম-দত্তপুংগলী
উপজেলা-ফরিদপুর,জেলা-পাবনা।
০১৭১২-১৮৫৮৩৫
|
মোঃ আব্দুল মতিন (মুকুল)
|
চেয়ারম্যান ফরিদপুর ইউ.পি
|
পিতা-মৃত ডাঃ দোলত আলী,গ্রাম-বিলবকরী
উপজেলা-ফরিদপুর,জেলা-পাবনা
।০১৭১২-১৮৯০৮৮
|
মোছাঃ শাহানারা খাতুন
|
চেয়ারম্যান হাদল ইউ.পি
|
স্বামী -তাজুল ইসলাম,সাং-মঙ্গলগ্রাম
উপজেলা-ফরিদপুর,জেলা-পাবনা।
০১৭৪১-২৭৮৭৫৯
|
মোঃ রফিকুল ইসলাম
|
চেয়ারম্যান বনওয়ারীনগর ইউ.পি
|
মৃত-আব্দুদ দাইয়ান মোল্লা,সাং-দক্ষিণ সোনাহারা
উপজেলা-ফরিদপুর,জেলা-পাবনা।
০১৭১০-৯৮৭৩৬২
|
শ্রী মলয় কুন্ডু
|
চেয়ারম্যান ডেমরা ইউ.পি
|
পিতা- মৃত হৃষিকেশ কুন্ডু,গ্রাম-ডেমরাপশ্চিমপাড়া
উপজেলা-ফরিদপুর,জেলা-পাবনা।০১৭১২-৯৯৭৭৮০
|
ফরিদপুর উপজেলার মানচিত্র
এক নজরে ফরিদপুর উপজেলা
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন